Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

 

 “শিক্ষা নিয়ে গড়ব দেশ

শেখ হাসিনার বাংলাদেশ”

                   

 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়

বাগাতিপাড়া, নাটোর

নাগরিক সনদ (সেবা প্রদান প্রতিশ্রুতি)

 

ক্রঃ নং

সেবার/ কাজের বিবরণ

সময়কাল

সেবা প্রদানকারীর নাম

1|

উপবৃত্তি প্রদানঃ

ক) মাধ্যমিক পর্যায়ঃ বিদ্যালয় ও মাদরাসা সমূহে ৬ষ্ঠ শ্রেণী  হতে দশম শ্রেণী পর্যন্ত মোট ভর্তিকৃত ছাত্রের ১০% এবং ছাত্রী ৪০% হারে যে সমস্ত শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয়-  ৩০,০০০/- টাকা এবং ৫০ শতাংশ জমির পরিমাণ তাদের মধ্যে থেকে উপবৃত্তির জন্য নির্বাচন করা হয়।

শ্রেণীভিত্তিক উপবৃত্তির পরিমান ৬ষ্ঠ হতে ৭ম শ্রেণী- ১০০/-টাকা, ৮ম শ্রেণী- ১২০/- টাকা, ৯ম -১০ শ্রেণী- ১৫০/- টাকা হারে উপবৃত্তির টাকা প্রদান করা হয়। তাছাড়া এককালীন ফরম পূরণ বাবদ-১২০০/- টাকা প্রদান করা হয়।

৬ষ্ঠ শ্রেণী হতে ১০ম শ্রেণীর ছাত্র/ ছাত্রীদের  বৎসরে দুইবার (জানুয়ারী - জুন ১ম কিস্তি ও জুলাই - ডিসেম্বর ২য় কিস্তি) উপবৃত্তির টাকা প্রদান করা হয়।

১। প্রতিষ্ঠানের উপবৃত্তি নির্বাচন  

    কমিটি।

২। উপজেলা মাধ্যমিক শিক্ষা

অফিসার

৩। ডাচবাংলা ব্যাংক এর মোবাইল

     ব্যাংকিং সার্ভিস।

খ) উচ্চ মাধ্যমিক পর্যায়ঃ উচ্চ মাধ্যমিক/ সমমান পর্যায়ের প্রতিষ্ঠানের একাদশ ও দ্বাদশ শ্রেণীর মোট ভর্তিকৃত ছাত্রের ১০% এবং ছাত্রীর ৪০% হারে যে সমস্ত শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয়-  ১,০০,০০০/- টাকা এবং ৭৫ শতাংশ জমির পরিমাণ তাদের মধ্যে থেকে  উপবৃত্তির জন্য নির্বাচন করা হয়।শ্রেণী ভিত্তিক উপবৃত্তির পরিমান একাদশ ও দ্বাদশ শ্রেণী- ১৭৫-(মাসিক) টাকা হারে উপবৃত্তির টাকা প্রদান করা হয়। তাছাড়া এককালীন বই ক্রয় বাবদ বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের ৭০০/- টাকা, অন্যান্য- ৬০০/- টাকা  প্রদান করা হয়।

একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সর্বমোট ০৪টি কিস্তিতে উপবৃত্তির টাকা প্রদান করা হয়ে থাকে।

১। প্রতিষ্ঠানের উপবৃত্তি নির্বাচন  কমিটি।

২। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

৩। ডাচবাংলা ব্যাংক এর মোবাইল ব্যাংকিং সার্ভিস।

গ) স্নাতক পর্যায়ঃ স্নাতক/সমমান পর্যায়ের প্রতিষ্ঠান সমূহে মোট ভর্তিকৃত ছাত্র / ছাত্রী হতে দরিদ্র ছাত্র /ছাত্রী বাছাই অন্তে ২৫% ছাত্র এবং ৭৫% ছাত্রীকে উপবৃত্তি প্রদান করা হয়। যে সমস্ত শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয়-  ৭৫,০০০/- টাকা এবং ৭৫ শতাংশ জমির পরিমাণ তাদের মধ্যে থেকে  উপবৃত্তির জন্য নির্বাচন করা হয়।

উপবৃত্তির পরিমান - ২০০/-(মাসিক) টাকা, এককালীন বই ক্রয় বাবদ  ১৫০০/- টাকা, এবং পরীক্ষার ফি বাবদ- ১০০০/- টাকা  প্রদান করা হয়।

 

 

স্নাতক/সমমান পর্যায়ের প্রতিষ্ঠান সমূহে মোট ০৩টি কিস্তিতে উপবৃত্তির টাকা প্রদান করা  হয়ে থাকে।

১। প্রতিষ্ঠানের উপবৃত্তি নির্বাচন  কমিটি।

২। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

৩। ডাচবাংলা ব্যাংক এর মোবাইল ব্যাংকিং সার্ভিস।

2|

বই বিতরণঃ বৎসরের শুরুতে মাধ্যমিক পর্যায়ে ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণী, মাদরাসা পর্যায়ে ১ম শ্রেণী হতে ১০ম শ্রেণী এবং কারিগরী ও ভোকেশনাল ছাত্র/ ছাত্রীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ করা হয়।

শিক্ষার্থীদের হাতে প্রতি বৎসর ১ জানুয়ারি বই তুলে দেয়া হয়

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানগণ

3|

তিষ্ঠান পরিদর্শন: প্রতিমাসে নূন্যতম ১০টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন।

প্রতিমাসের ১০ তারিখের মধ্যে প্রতিবেদন প্রেরণ করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা  অফিসার  

4|

 

প্রধান শিক্ষকদের মাসিক সভা। 

প্রতি দুই মাসে ১বার

উপজেলা মাধ্যমিক শিক্ষা  অফিসার

5|

প্রশিক্ষণ: সকল শিক্ষক/ শিক্ষিকার জন্যঃ

ক) প্রশাসনিক  (খ) বিষয় ভিত্তিক

গ) আই. সি. টি  (ঘ) ডিজিটাল কনটেন্ট তৈরি

ঙ) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে পিবিএম উপকরণ বিতরণ।

প্রশিক্ষণ প্রদানকারী কর্তৃপক্ষের নির্ধারিত সময় ও অর্থ বরাদ্দ সাপেক্ষে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা  অফিসার

6|

বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/ গভর্নিং বডি গঠনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন।

প্রিজাইডিং অফিসার হিসাবে নিয়োগ প্রাপ্ত হওয়ার পর ২০/৩০ দিনের মধ্যে

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানগণ

7|

অনলাইনে আবেদনঃ- নতুন নিয়োগ প্রাপ্ত শিক্ষক কর্মচারীর এমপিও ভুক্তির আবেদন, এপি স্কেল, বিএড স্কেল ও বিভিন্নধরনের সংশোধনীর আবেদন অনলাইনে প্রেরণ।

প্রতি এমপিও মাসের পূর্ববর্তী মাসের ১০ থেকে ১৮ তারিখের মধ্যে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা  অফিসার

8|

শিক্ষক কর্মচারী নিয়োগ বর্ডে উপস্থিত থেকে প্রার্থী বাছা্য়ে সহায়তা করণ।

নিয়োগ বোর্ডে উপস্থিত থেকে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এস. এম. সি কর্তৃক নির্ধারিত সময়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা  অফিসার

9|

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সংক্রান্ত  তথ্য  প্রদান।

সেবা গ্রহনেচ্ছুক ব্যক্তির চাহিদা মতো তথ্য উপযুক্ত সময়ে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা  অফিসার

10|

সৃজনশীল মেধা অন্বেষণঃ

দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৪ টি বিষয়ে (ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ) প্রতিযোগিতার আয়োজন করা ।

১লা মার্চ - ৫ মার্চ

(প্রতিষ্ঠান পর্যায়ে)

৬ মার্চ- ৯ মার্চ

(উপজেলা পর্যায়ে)

শিক্ষা মন্ত্রণালয় নির্দেশিত উপজেলা কমিটি ও

মাধ্যমিক শিক্ষা অফিসার।

11|

গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতাঃ

দেশের সকল মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা।

১৬ আগস্ট -  ২০ আগস্ট

( প্রতিষ্ঠান পর্যায়ে২২ আগস্ট ২৯ আগস্ট (উপজেলা পর্যায়ে)

স্কুল - মাদ্রাসার ক্রীড়া সমিতি,উপজেলা কমিটি ও

মাধ্যমিক শিক্ষা অফিসার ।

12|

শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতাঃ

দেশের সকল মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা।

 

১৬ ডিসেম্বর - ২০ ডিসেম্বর

( প্রতিষ্ঠান পর্যায়ে)

২২ ডিসেম্বর - ২৯ ডিসেম্বর

(উপজেলা পর্যায়ে)

স্কুল - মাদ্রাসার ক্রীড়া সমিতি,উপজেলা কমিটি ও

মাধ্যমিক শিক্ষা অফিসার ।

13|

রিসোর্স সেন্টারটিতে অবস্থিত লোকল  সাইবার সেন্টারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের প্রয়োজনীয় ডাটা আপলোড এবং ডাউনলোড করতে পারবেন।

অফিস খোলা থাকাকালীন  সময়

স্কুল - মাদ্রাসার ক্রীড়া সমিতি,উপজেলা কমিটি ও

মাধ্যমিক শিক্ষা অফিসার ।

 

যে কোন সেবা বা পরামর্শ পাওয়ার জন্য যোগাযোগ:

ফোন: ০৭৭২২-৭২০৩৮, মোবাইল: ০১৭১২-৮০৯৯৭০, ০১৭১৮-৭৮৫৬৪৯

ই-মেইল: useobagatipara@gmail.com

ফেসবুক আইডি: useo.bagatipara